ইনকিলাব ডেস্ক : ভোররাতে বাকিংহাম প্রাসাদে এক আগন্তুককে দেখে গুলি প্রায় করেই ফেলেছিলেন এক প্রহরী; কিন্তু শেষ মুহূর্তে ট্রিগারে আর চাপ দেননি তিনি, আর তাতেই বেঁচে যান রানী দ্বিতীয় এলিজাবেথ। ঘুম না আসায় রাত তিনটার দিকে প্রাসাদ চত্বরে হাঁটতে বেরিয়েছিলেন...